১। দরিদ্র ছাত্র –ছাত্রীদের জন্য উপবৃত্তি সুবিধা প্রদান।
২। ইংরেজী ও গনিত বিষেয়র শিক্ষকদের বিশেষ প্রশিক্ষন প্রদান।
৩। ছাত্র –ছাত্রীদের ভাল ফলাফলের জন্য ইংরেজী ও গনিত
বিষয়ে অতিরিক্ত ক্লাস নেয়া।
৪। ছাত্র –ছাত্রীদের ইংরেজী ও গনিত বিষয়ে সহায়ক পুস্তিকা
প্রদান।
৫। ছাত্র –ছাত্রী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ফলাফলের
ভিত্তিতে উদ্দীপনা পুরস্কার।
৬। ছাত্র –ছাত্রীদের মেধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য
পাঠ কার্যক্রম গ্রহন।
৭। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সম্মত পরিবেশের উন্নয়ন।
৮। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা শক্তিশালী করন।
৯। ৫ম ও ৯ম শ্রেনীর ছাত্র –ছাত্রী প্রতি বছরের জুলাই –আগষ্ট মাসের মধ্যে ইনিয়ন P M T বুথে অংশ গ্রহন করে নাম লিপিবদ্ধ করবেন। PMT বুথ থেকে উপজেলা ইন্জিনিয়ার LGED ও USEO যৌথভাবে ফরম সংগ্রহ করে LGED প্রধান কার্যালয় প্রেরন করবেন। LGED প্রধান কার্যালয় থেকে সুবিধা ভোগী দরিদ্র ছাত্র –ছাত্রীদের তালিকা আসার পর USEOঅফিস উপবৃত্তি প্রদান করবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS